পটিয়া(চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ- ফেইসবুকে গুজব ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে পটিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকালে পটিয়া থানার মোড়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। লালমনিরহাট ও কুমিল্লায় সংখ্যালঘুদের উপর আক্রমণ, অগ্নিসংযোগ, শিক্ষার্থীদের ছাত্রতত্ব বাতিলের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের পটিয়ার সভাপতি ডা: দিলীপ ভট্টচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস কুমার দে’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা পূূজা উদযাপন পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ, ঋষি বিশ্বাস, মাষ্টার শ্যামল দে, দিলীপ ঘোষ দীপু, সহ-সভাপতি উত্তম কুমার দে, অধ্যাপক ভগীরত দাশ, দেবর্ষি চক্রবর্ত্তী, ইউপি মেম্বার রেখা দাশ, শিল্পী মিত্র, লাকী দাশ, যদু রঞ্জন চৌধুরী, রাজু দাশ হিরু, প্রবোধ রায়, পৌরসভা পূজা পরিষদের সভাপতি বিশ্বজিত দাশ, সাধারণে সম্পাদক প্রণব দাশ, টিটু দে, সুশীল নাথ, বিপ্লব চৌধুরী, রনজিত চৌধুরী, জুয়েল দাশ, দিলীপ দেব নাথ, বিপ্লব চক্রবর্ত্তী, রিগ্যান, চন্দন কুমার দে, লাকী দে, সুমি দে, শিমুল চক্রবর্ত্তী, কাজল চৌধুরী, অঞ্জন চৌধুরী, মাদব সর্দ্দার, নিশান চক্রবর্ত্তী, অজয় দেননাথ, লাকি দাশ মেম্বার, অজিত চক্রবর্ত্তী, রূপক হোড়, রিংকি দেব, সুবল আচার্য্য, প্রণব দত্ত, সুমন সর্দ্দার, বিধান নাথ।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানো বন্ধ, ধর্ম অবমাননা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)