নন্দীগ্রামে গত ২দিনে মাদক সহ গ্রেপ্তার ৪


নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ---বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২দিনে ৪জন কে মাদকসহ গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই নভেম্বর রাত্রি ১২-৪৫ মিনিটে নন্দীগ্রাম থানার এসআই তৌহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ২নং সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকায় বগুড়া নাটোর মহাসড়ক সংলগ্ন শ্রী দুলাল মহন্তের চায়ের দোকানে অভিযান চালিয়ে এ্যালকোহল যুক্ত চোয়ানি মদবসহ মোঃ আল-আমিন (২৯) পিতা মোঃ মোখলেছুর রহমান গ্রাম গোয়ারী মোঃ রাসেল (৩৩) পিতা-মৃত সুলাইমান গ্রাম পাড়াটুঙ্গি, উভয়ের থানা-মুক্তাগাছা জেলা-ময়মনসিংহ ও শ্রী দুলাল মহন্ত (৫০) পিতা-মৃত ফুলানা মহন্ত, গ্রাম রনবাঘা, থানা নন্দীগ্রাম জেলা বগুড়া কে গ্রেফতার করে। অন্যদিকে ১৫ই নভেম্বর গোপন সংবাদের উপর ভিত্তি করে নন্দীগ্রাম কুমিড়া পন্ডিত পুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোরে অভিযান চালিয়ে উপজেলার ৪নং ইউনিয়নের গুলিয়া কৃস্টপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মোঃ আব্দুস সালাম (৪২) কে (৫৫) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে সবাইকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়, বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ডিউটি অফিসার এসআই মোঃ তৌহিদ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ