কিশোরগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


মোঃ লাতিফুল আজম কিশোরগঞ্জ (নীলফামার) প্রতিনিধিঃধর্ম যার যার রাষ্ট্র সবার, সাম্প্রদায়িকতায় বীর বাঙালি জাগো এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মুরাদনগরের পার্বতীপুরে হামলা, পার্বতীপুরের কলেজের সংস্কৃতি বিভাগের অধ্যাপক কুশল চক্রবর্তী কে হত্যার হুমকি, সংখ্যালঘুদের উপর নির্যাতন, , ছাত্রদের ছাত্রত্ব বাতিল,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  ছাত্রী তিথীকে অপহরণের অনুসন্ধান,শহিদুন নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার বিচার, গ্রেফতারকৃতদের মুক্তি,জাতীয় সংখ্যালঘুদে কমিশন ও সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন  পালিত হয়েছে।  শনিবার সকালে কিশোরগঞ্জের স্থানীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন  ইউনিয়নের  সংখ্যালঘু সম্প্রদায়ের  প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণে ঘন্টা কালব্যাপী এ বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি প্রাণ কৃষ্ণ রায় প্রান্তর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি  ফনিভূষণ মজুমদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ওই পরিষদের  সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র রায়, নীলফামারী জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী রানী  রায়,  কিশোরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বাবু প্রতাপ চন্দ্র রায়, কিশোরগঞ্জের কেন্দ্রীয়  মন্দিরের সভাপতি অনিতা রানী মহন্ত, সাধারণ সম্পাদক  মিথুন কুমার রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি করুণা কান্তি রায়, সাধারণ সম্পাদক মিলন কুমার মহন্ত, প্রমুখ বক্তারা অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ