বদলগাছী মথুরাপুরে পুকুর হতে মরদেহ উদ্ধার

 



 রহমতউল্লাহ আশিকুর জামান নুর, বদলগাছী নওগাঁঃবদলগাছীতে পুকুর হতে অমল তিগ্যা নামে একজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। অমল তিগ্যা উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরশুরামপুর গ্রামের মৃত নিতাই তিগ্যার ছেলে। ২৩ নভেম্বর সোমবার দুপুর ১২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরশুরামপুর একটি পুকুরে অমল তিগ্যার মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজন জানান, অমল তিগ্যা গত ২২ নভেম্বর সকাল ১০টার সময় বাড়ি থেকে বের হয়ে রাত পর্যন্ত বাড়িতে আর ফিরে আসেনি। ২৩ নভেম্বর দুপুর ১২টায় প্রতিবেশীর এক পুকুরে তার মরদেহ ভেসে উঠে।

ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, অমল তিগ্যা নেশা করতো। মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে সাঁতার কাটতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ