পড়াপানি খেয়ে হারাতে হলো নগদ টাকা ও স্বর্ণালংকার


শার্শা প্রতিনিধি : মোঃ ফজলুর রহমানঃ আমরা জানি অজ্ঞান পার্টি, গামছা পার্টি, মলম পার্টির কথা এবার গ্রামে  এল মাথায় পাগড়ী ওয়ালা মুসাফির সেজে, পানি পড়া পার্টি, ১২/১১/ ২০২০ বৃহস্পতিবার সকালে দশটার দিকে শার্শার বাগআঁচড়া ইউনিয়ন এর টেংরা গ্রামে এক ব্যক্তির বাড়িতে এলো ১৮ থেকে ২০ বছর বয়সের দুইজন যুবক ছেলে মাথায় পাগড়ী বেঁধে লম্বা সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করল তার পর প্রথম একগ্লাস পানি চাইলো পানি দেয়ার পর সেই পানিটা ঝাড় ফুক দিয়ে বলল আপনি  এই পড়া পানি টুকু খেয়েনেন আপনার পরিবার থেকে রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে  বিনিময় কোন টাকা পয়সা কিছু দেয়া লাগবে না। কিন্তু ঐ ব্যক্তি সেই পানি টুকু না  খেয়ে গালেদিয়ে  দেখে কিছু একটা মিশ্রন করা আছে তারপর সে পানিটুকু  ফেলে দেয়। তার পর সেই মহিলা লোকজন ডাকা বাকি করলে  তারা চোখের পলকে দ্রুত পালিয়ে যায়। কেউ যদি  গ্লাসে পানি টুকু খাবেন ওদের কথা মত বাড়িতে থাকা স্বর্ণালংকার নগদ টাকা পয়সা সব দিয়ে দিবেন নিজের ইচ্ছায়। এরকম ঘটনা অহরহ ঘটছে। চলতি মাসে যশোরে মনিহার এর পিছনে এক পরিবার থেকে নিছে২০ হাজার টাকা স্বর্ণ অলংকার, গত সপ্তাহে একই পন্থা অবলম্বন করে ঝিকরগাছা বল্লা গিরামে এক পরিবারের কাছ থেকে নিচে গরু বিক্রি করে আসা 30 হাজার টাকা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ