সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে মূল্যবান রত্ন মানতে হবে সাকিব আল হাসানকে। শুধু দেশ সেরা অলরাউন্ডার নয় অর্জনের তিনি দেশের সেরা মাঠের ক্যারিশমা যা রেখে গেছেন তাতেই অমরত্ব কেনা হয়ে গেছে।
তিনি আজ বৃহস্পতিবার ১২ই নভেম্বর যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে যান। এই বিশ্বসেরা অলরাউন্ডার ভারতে যাওয়ার পূর্বে, যশোরের স্থল বন্দর বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর সরাসরি ইমিগ্রেশন হয়ে ভারতে রওনা দেন।
এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী ও ক্রিকেটভক্তরা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে তাদের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কোনো কথা বলেননি।