আশরাফুল,সরকারি সা'দত কলেজ(টাংগাইল) প্রতিনিধিঃসরকারি সা'দত কলেজের ইংরেজি বিভাগের ২০১০-২০১১ সেশনের অত্যন্ত মেধাবী ছাত্র "তন্ময় কুমার দে"। মোটরসাইকেল দুর্ঘটনায় তার কোমড়ের হাড় ভেঙে যায় এবং কোমড় হতে নিচের অংশ অবশ হয়ে আছে। ৫ মাস ধরে তার পরিবার তার ব্যয়বহুল চিকিৎসা বাবদ তাদের সকল অর্থ ব্যয় করেছে । তার চিকিৎসার জন্য আরো অনেক অর্থের প্রয়োজন। তার পরিবারের জন্য তার চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় সবার আর্থিক সাহায্য কামনা করছে।বিকাশ নাম্বারঃ
১।কুশল ভৌমিক,সহকারী অধ্যাপক,ইংরেজি বিভাগ।
বিকাশ নাম্বারঃ ০১৭১৭৫৫৯৩৯২
২।আকাশ,সহকারী শিক্ষক, ইংরেজি।সৃষ্টি একাডেমিক স্কুল, টাংগাইল।
বিকাশ নাম্বারঃ০১৭৪৭২৬৩৭২৩
৩।সামিনা আক্তার,ছাত্রী(২০১০-২০১১ সেশন)করোটিয়া সরকারী সা'দত কলেজ,টাংগাইল।
বিকাশ নাম্বারঃ০১৭৬৫৪৬০৫৪৬
৪।Md.Firoz Akanda, Assistant Teacher,English.Shaheen school, Ragistri para,Tangail.
Bank Account no-238.151.32515(Dutch-Bangla bank,Tangail)