সুমন হেসেন, যশোর জেলা প্রতিনিধিঃযশোরের খাজুরায় পল্লী বিদ্যুতের দু’কর্মচারীকে মারপিট করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার লেবুতলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর খাজুরা এরিয়া অফিসের লাইনম্যান মো. সাইফুল্লাহ (৩৫) ও সুব্রত কুমার সরকার (৩৩)।খাজুরা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রউফ জানান, লেবুতলা থেকে ফোন আসে সেখানে গাছের উপর বিদ্যুতের তার পড়েছে। দ্রুত লাইন বন্ধ করতে হবে। খবর পেয়েই দ্রুত লাইন বন্ধ করে ঘটনাস্থলে লাইনম্যান সাইফুল্লাহ ও সুব্রতকে পাঠানো হয়। তারা গিয়ে দেখেন মেইন লাইনের ওপরে গাছ পড়ে তার ছিড়ে আছে। এসময় ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে নাজমুল ইসলাম লাইনম্যানদের তার জোড়া লাগাতে বললে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। নিয়মানুযায়ী ক্ষতিপূরণের কথা জানিয়ে অফিসে যোগাযোগ করতে বলে লাইনম্যানরা। এতে ক্ষিপ্ত হয়ে নাজমুলসহ তার সঙ্গীরা তাদের উপর সংঘবদ্ধ হামলা চালায়। এতে তারা দু’জন গুরুতর আহত হন।