কুলাউড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া সিএনজি উদ্ধারসহ আটক ১


মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চান্দগাঁও এলাকা থেকে ২৫ নভেম্বর বুধবার গভীররাতে চুরি হওয়া এক সিএনজি গাড়ী উদ্ধারসহ  আমজদ আলী (৩০) নামে একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ ।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূূষণ রায় বলেন , ২৫ নভেম্বর বুধবার  গভীররাতে হাজিপুর ইউনিয়নের চান্দগাঁও নিবাসী সুনিল মল্লিক এর বাড়ী থেকে চোরেরা সিএনজি গাড়ী চুরি করে পালানোর সময় রাত্রিকালীন টহলরত এসআই কানাই লাল চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ফোর্স জনতার সহায়তায় সিএনজি চোর চান্দগাঁও বাগানবাড়ী নিবাসী আমজদ আলীকে সিএনজিসহ আটক করে। এব্যাপারে সিএনজি গাড়ীর মালিক সুনিল মল্লিক বাদী হয়ে ২৬ নভেম্বর  বৃহস্পতিবার কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক সিএনজি চোর আমজদকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে ও উদ্ধারকৃত সিএনজি গাড়ী থানা হেফাজতে রয়েছে বলে কুলাউড়া থানাসুত্রে জানা গেছে । এছাড়া মামলার অপর আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে এসআই কানাই লাল চক্রবর্তী জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ