পুত্রবধূ কে ধর্ষণের অভিযোগে ধর্ষক শশুর গ্রেফতার



নিজস্ব প্রতিবেদকঃ আর জে মিজানুর রহমান ইমনঃ  ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ০১নং সদর ইউনিয়নে, এক সন্তানের জননী পুত্রবধূ (২০) কে ধর্ষণের অভিযোগে শশুরের বিরুদ্ধে আজ (৯নভেম্বর) সোমবার তারাকান্দা থানায় মামলা হয়েছে । জানা যায়, পিঠাসূতা গ্রামে এক সন্তানের জননী গৃহবধু (২০) এর স্বামী স্থানীয় স’মিলের শ্রমিক ছিল, সে বাক প্রতিবন্ধী । সাড়াদিন ও গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকার সুযোগে তার পিতা এবং গৃহবধূর শশুর রহুল আমিন (৫৩) গত বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে ধর্ষণ করে । (০৯ই নভেম্বর সোমবার) বিকেলে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে শশুর রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করলে, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল মহোদয়ের নির্দেশে, নারী ও শিশু ইনডেক্স অফিসার এস.আই ফাহিমা খানম, এস.আই আল-মামুন এবং সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে (১৩ই নভেম্বর) শুক্রবার অভিযুক্ত পলাতক আসামী ধর্ষণকারী নরপশু শশুর রুহুল আমিন (৫৩) কে ঢাকা সাভার থানার আশুলিয়া থানা থেকে গ্রেফতার করা হয়েছে ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ