সিরাজগঞ্জে মাস্ক পরিধান না করায় অর্থদন্ড

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃসিরাজগঞ্জে পিপুলবাড়ীয়াতে মাস্ক পরিধান না করার কারণে রবিবার ৮ জনকে অর্থদন্ড করেন  সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।  সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় সিএনজি ও অটো রিকশা চালক এবং যাত্রীদেরকে অর্থদন্ড দেয়া হয়। এসময় ০৮ জন ব্যক্তিকে মাস্ক পরিধান না করায় বিভিন্ন অংকের সর্বমোট ২০০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়াও হেলমেট বিহীন মোটর বাইক চালানোয় তিন চালককে বিভিন্ন অংকের সর্বমোট ১৫০০/- অর্থদণ্ড দেয়া হয়। 

কোভিড-১৯ এর ২য় ওয়েভ মোকাবেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি বলেন। সিরাজগঞ্জ আনসার বাহিনীর সদস্যগণ উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ