বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষে ভূমিহীন দের বাড়ি নির্মাণ কাজের শুভ সূচনা


মোঃ রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
আজ  দুপুর ১২টায় সোমবার (২৩ নভেম্বর) লামনিরহাট উপজেলার মহেন্দ্রনগরে  ঢঢ গাছ গ্রামে বঙ্গবন্ধু'র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি দান ও বাড়ি নির্মাণ কাজের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

 সেই কাজের শুভ সূচনা করেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জমির পূর্বের মালিক আইমন বেওয়ার নাতী পল্লী প্রাণী চিকিৎসক আনোয়ার হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির। এ সময় লালমনিরহাট সদর উপজেলা পিআইও মশিউর রহমান, লালমনিরহাট সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহ মোঃ ওবাইদুর রহমান, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপন, ইউপি সদস্য আব্দুর রহমান, কিসামত ঢঢ গাছ দ্রাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক খলিলুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু'র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও বাড়ি প্রদান করা হবে। সেই প্রকল্পের আওতায় কিশামত ঢঢ গাছ এলাকায় ১একর ৪০শতক জমিতে ৫০টি বাড়ি নির্মাণ করতে যাচ্ছে সরকার।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ