আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা পৌর সদরের কাটিয়া যুব সংঘের আয়োজনে প্রথম বারের মতো ৪ দলীয় নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধে সাড়ে ৬ টা থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি, মধ্য কাটিয়া'রমুছা মসজিদ সংলগ্ন (মেহেদী বাগ) বালুর পুকুর মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাটিয়া যুব সংঘের উপদেষ্টা বিশিষ্ট সরকারী ঠিকাদার, আওযামী লীগ নেতা, আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী, এনছান বাহার বুলবুল, কাটিয়া যুব সংঘের উপদেষ্টা বিশিষ্ট সরকারী ঠিকাদার, আওয়ামীলীগ নেতা আসন্ন পৌর নির্বাচেন কাউন্সিলর প্রার্থী, মীর মোশাররফ হোসেন মন্টু,কাটিয়া যুব সংঘের সভাপতি সাবেক জেলা যুব লীগের ভারপ্রাপ্ত আহবায়ক বিশিষ্ট ঠিকাদার, আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী, শেখ জুলফিকার রহমান উজ্জ্বল, যুব সংঘের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি সমাজ সেবক মীর মাহমুদুল হাসান লাল্টু, সমাজ সেবক মীর মোস্তফা হাসান রন্টু, নজরুল ইসলাম, রাশেদুজ্জামান,টুর্ণামেন্ট আয়োজনে প্রধান সমন্বয়কারী যুব সংঘের ক্রীড়া সম্পাদক লাল্টু হাসান, আরো উপস্থিত ছিলেন যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল হাসান বাপ্পি, পিটুল, যুব সংঘের সকল সদস্যসহ স্থানীয় বিশিষ্ট গণ্যসাণ্য ব্যক্তি বর্গ।
টুর্নামেন্টে লাল্টু একাদশকে পরাজিত করে শিহাব একাদশ চাম্পিয়ন হয়।শান্তি পূর্ণভাবে দর্শকরা শীতের আগমনী রাতে টুর্নামেন্টটি উপভোগ করেন।