কয়রায় বাঘে ধরা পরিবারের মাঝে নৌকা বিতরন


মোহাঃ ফরহাদ হোসেনঃকয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনা সুন্দরবন  লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর উদ্যোগে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমনে আহত কামালের পরিবারের মাঝে বিনামুল্যে ১ টি নৌকা বিতরন করা হয়েছে। নৌকাটি দান করেন লায়ন সালমা সুলতানা শিল্পী। গতকাল বুধবার বেলা ১১ টায় কাশিয়াবাদ স্টেশনে নৌকা বিতরণকালে  উপস্থিত ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির,লায়ন মোহাঃ ফরিদুল হক জি,এল,টি ডিস্ট্রিক্ট কোডিনেটর, লায়ন ডাঃ আসাদুল্লাহ, কনভেনশন চেয়ারপারসন লায়ন রেফাতুল্লাহ,রিজিওন চেয়ারপারসন হেডকোয়াটার লায়ন শামিমা সুলতানা শিলু, জোন চেয়ারপার্সন ও সুন্দরবন লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আন্জিমুন্নেসা তান্জু, সেক্রেটারী লায়ন দিলারা নাসরীন দিলা, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম, সাংবাদিক রিয়াছাদ আলী, আব্দুল্লাহ আল দানিল প্রমুখ। নৌকা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামাল হোসেন বলেন, এই নৌকাটি দিয়ে আমি সুন্দরবনে মাছ ধরে সংসার চলাতে পারবো। কামালের বয়বৃদ্ধ মা রাজিয়া খাতুন এ ধরনের মহতী উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ