লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে শিশুর করুন মৃত্যু


মোঃ আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইলঃ নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে জুবায়ের (৭) নামে  এক শিশুর  করুন মৃত্যু হয়েছে। 

মৃত জুবায়ের যশোর পুলিশলাইন সংলগ্ন কদমতলী লিচু বাগান এলাকার বাসিন্দা বাবু কাজীর ছেলে ও যশোর পুলিশ লাইন মাদ্রাসার ছাত্র।

পারিবারিক সুত্রে জানা যায়, মৃত জোবায়ের লোহাগড়ার জয়পুর ইউনিয়নের আড়িয়াড়া গ্রামে তার মামা বাড়ীতে বেড়াতে আসে। আজ শুক্রবার  (১৩ নভেম্বর) সকালে সে আরো কয়েক জন  শিশুর সাথে মধুমতি নদীতে গোসল করতে যায়, সোখান আসতে দেরী দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে, এবং দুপুর ১২ টার দিকে নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন লাশটি মধুমতি নদী থেকে উদ্ধার করে নিয়ে আসে। ধারনা করা হচ্ছে সাতার না জানায় নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে।  তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ