মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃকুলাউড়ায় জমে উঠেছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। বাজারের চায়ের ষ্টল ও মোড়ে মোড়ে ভোটের আলোচনায় সরগরম হয়েছে উঠেছে। উৎসব মুখর হয়ে উঠেছে বাজারের পরিবেশ।
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে কুশল বিনিময় করছেন। প্রার্থীরা অনেকেই বাজারের অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গীকার করা সহ বিবিধ সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। সমগ্র বাজার এলাকা পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। ব্যবসায়ীদের মাঝে ব্যাপক নির্বাচনী আমেজ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন আগামী ২১ নভেম্বর ২০২০ ইং শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করছেন।
এবারের নির্বাচনকে সামনে রেখে প্রতীক নিয়ে ভোটারদের কাছে নির্বাচিত হতে বিরামহীন প্রচারণায় মাঠে রয়েছেন প্রার্থীরা।বাজারের ব্যবসায়ীরা জানান, এবারের নির্বাচনে আমরা সেই প্রার্থীদেরকেই নির্বাচিত করবো যারা আমাদের নায্য অধিকার আদায়ে কথা বলবেন। যাদের মাধ্যমে আমাদের বাজারের উন্নয়ন হবে। উন্নয়নমুখী প্রার্থীদেরকেই আমরা নির্বাচিত করবো।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সুন্দর ও শান্তিপুর্ন নির্বাচন উপহার দিতে যা যা প্রয়োজন তার সকল ব্যবস্থাই করা হবে। নির্বাচনে কোন প্রকার গাফিলতি করা হবে না।
