চট্টগ্রাম বিমান বন্দর সড়কে ৩ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম প্রতিনিধি, হাসান রিফাতঃচসিকের চট্টগ্রাম বিমান বন্দর সড়কের ১৫ নম্বর ঘাটের যাত্রী চলাচলের রাস্তায়  অবৈধ ৩টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এই  এলাকার সড়কের দুই পাশে মালামাল রেখে জনদু্র্ভোগ সৃষ্টির দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে  ১০ হাজার টাকা জরিমানা করা হয়  অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ