মো:আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইলঃএলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল জেলার নড়াগাতি থানার মূলখানা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে রায়হান ফকির রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এছাড়া অন্তত ১০জন আহত হয়েছেন। নিহত রানা মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে এবং সে বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন।পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াগাতির থানার মূলখানা গ্রামের সবুর ফকির ও মান্নান শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে মান্নান শিকদার গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা করে বলে অভিযোগ রয়েছে।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রায়হান ফকির রানা, মশিয়ার চৌকিদার, চাঁন মিয়া, নাসির শেখ ও আরজ আলী ফকিরসহ অন্তত ১০ জন গুর“তর জখম হন। গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে রানা মারা যান।নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোকসানা খাতুন বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।