যশোর প্রতিনিধি : যশোর বাঘারপাড়া উপজেলার উপনির্বাচনে আলাদীপুর বাজারে নৌকা প্রতীকের সমর্থকদের মারপিটের অভিযোগের মামলায় আটক ৯ জনসহ ৪১ জন আদালত থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
জামিনপ্রাপ্তরা হলো, বাঘারপাড়ার উত্তর চাঁদপুর গ্রামের মিন্টু হোসেন, জয়রামপুরের ইজার আলী, জিহাদ হোসেন, আবু সাঈদ, বাপ্পা, কুরবান আলী, আরমান হোসেন, দাউদ ইব্রাহিম, তরিকুল ইসলাম, আলাদীপুর গ্রামের বাপ্পা, শহিদ সরদার, ইকবাল, বারভাগ গ্রামের সাহেব আলী, সুজন, আতিক সরদার, নিত্যনন্দপুর গ্রামের হালিম, জয়রামপুর গ্রামের অপু, শাহীন মোল্লা, রাধানগর গ্রামের বিল্লাল, শাজাহান ধাবক, বাররা গ্রামের রফিক, আজাহার, মীরপুর গ্রামের মুন্সি বাহার উদ্দিন, দোহাকুলা গ্রামের শামসুর রহমান, হালদা গ্রামের শরিফুল, মুন্না, বেতালপাড়ার রবিউল, রবিউল কানা, হারুন নাপিত, রাজিব, চাঁদপুর গ্রামের শিপন লস্কর, মাঝিয়ালি গ্রামের সেলিম বিশ্বাস, হিংগারপাড়া গ্রামের কৌশিক শিকদার, ডাক্তার মিজানুর, জোহরপুর গ্রামের খন্দকার কামাল, উত্তম বিশ্বাস, সেলিম খন্দকার, হলিহট্ট গ্রামের মাসুদুর রহমান, জসিম, রশিদ ও জয়পুর গ্রামের আলী আজগর হৃদয়।
মামলার অভিযোগে জানা গেছে, ২৯ নভেম্বর সন্ধ্যায় আলাদীপুর বাজারে ওলিয়ার রহমান লোকজন নৌকার পক্ষে প্রচারণা চালাছিলেন। এমন সময় জাহিদ মেম্বরের নেতৃত্বে একদল লোক তার জামাতা রাজু আহম্মেদের উপর হামলা করে। রাজুকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা অনেককে মারপিট করে আহত করে। এ ব্যাপারে ওলিয়ার রহমান বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অপরিচিত ২০/৩০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই রাতে ৬ জনকে আটক করে আদালতে সোপর্দ করলে বিচারক ৫ জনকে জামিন দেন। মঙ্গলবার পুলিশ এ মামলায় জড়িত সন্দেহে আরো ৯ জনকে আটক করে আদালতে সোপর্দ করে। এ দিন এ মামলার ৩১ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগে আটক একজনসহ ১০ জন ও আত্মসমর্পণকারী ৩১ জনের জামিন মঞ্জুর করেছেন।