বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে চৌগাছায় মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে

নিউজ ডেস্ক   বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে যশোরের চৌগাছায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার শহরের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, ছায়াপথ একাডেমী পরিচালক আনিচুর রহমান, অরূপ রায়, শাহানুর রহমান, শফিউর রহমান শফি, তানসেন একাডেমীর পরিচালক আলী রমজান রুমি, আব্দল্লাহ, কিশোর সংগীত একাডেমীর পরিচালক নাসির উদ্দিন, সংগীত শিল্পী ইকবল আহম্মেদ, মিজানুর রহমান, সপ্তক মিউজিক্যাল ব্যান্ডের পরিচালক শমরেস বিশ্বাস, আল্পনা মিশ্র, বিপুল চন্দ্র, রুপা রানী, কাজল হোসেন। ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ