দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধাবৃত্তি প্রদান


কুষ্টিয়া জেলা প্রতিনিধি //
এম,ডি,আল আসিবুজ্জামান চঞ্চল


কুষ্টিয়ার দৌলতপুরে মেধাবী শিক্ষার্থীদের ৭২ জনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মেধা বৃত্তি প্রদান করেন আরমা ওয়েলফেয়ার সোসাইটি। ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১ টার সময় দৌলতপুর উপজেলা অডিটরিয়ামে আব্দুর রাজ্জাক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ৭২  জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রাপ্তির সনদ ও নগদ অর্থ প্রদান করেন আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। 
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশাহ্ ও প্রধান আলোচক হিসেবে ছিলেন আরমা ওয়েলফেয়ার সোসাইটি চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার  সরদার আবু সালেক,  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাদেকুজ্জামান খান সুমন অধ্যক্ষ দৌলতপুর মডেল কলেজ ও সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখা, সোনালী খাতুন আলিয়া  মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতপুর উপজেলা পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এ সময় প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রাজ্জাক বলেন শিক্ষার্থীদের সঠিক শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ তাদের মাঝেই লুকিয়ে আছে দেশ নেতৃত্তের গুণাবলী।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ