আশাশুনিতে রোকেয়া দিবসে আলোচনা সভা সম্মাননা ক্রেস্ট,অনুদান, ঋণের চেক বিতরণ

আশাশুনিতে রোকেয়া দিবসে আলোচনা সভা সম্মাননা ক্রেস্ট,অনুদান, ঋণের চেক বিতরণ
আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধিঃআশাশুনিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা সম্মাননা ক্রেস্ট,অনুদানের চেক ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আলোচনা সভা শেষে পাঁচটি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ পাঁচজন নারী জয়িতাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী সুষমা রানী সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সেবা শিবানী মুখার্জি, সফল জননী রেনুকা রানী গাইন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী জেবুন্নাহার,সমাজ উন্নয়নে অসামান্য অবদান ও অগ্রণী ভূমিকা রাখায় নারী কামরুন নাহার রিনাকে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ৩৩ জন নারী উদ্যোক্তাকে ৪৮ হাজার টাকা ঋণ ও ৭টি সংগঠনকে ২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লীসমাজ সহায়তা ও জয়িতা নারী সংগঠন ও উপজেলার অন্যান্য নারী সংগঠন অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এফ ও উজ্জাল হোসেন  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ