আদমজী ৮৯ ব্যাচের সহায়তায় কয়রায় সেলাই মেশিন বিতরণ

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা ((খুলনা)) প্রতিনিধিঃ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা'র ১৯৮৯ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের সহায়তায় উপকূলবর্তী এলাকা কয়রা উপজেলায় দুস্থদের মাঝে সেলাই মেশিন  বিতরণ করা হয়েছে। 
সোমবার বেলা ১১ টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত  সেলাই মেশিন বিতরণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার জনাব  অনিমেষ বিশ্বাস, 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম হুমায়ুন কবির , কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব অদ্রীশ আদিত্য  মন্ডল, কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সাগর হোসেন সৈকত,  কপোতাক্ষ মহাবিদ্যালয়ের প্রভাষক জনাব  বিদেশ রঞ্জন মৃধা, আইসিডি'র উপদেষ্টা মোস্তাফিজুর রহমান,  আইসিডি'র প্রতিষ্ঠাতা জনাব আশিকুজ্জামান। 

প্রধান অতিথির বক্তব্যে কয়রা উপজেলা নির্বাহী অফিসার  জনাব অনিমেষ বিশ্বাস বলেন,  আইসিডি'র এই অনন্য উদ্যোগ কয়রা উপজেলায় টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখবে৷ আদমজী ৮৯ ব্যাচের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানাই তাঁরা উপকূল এলাকা কয়রায় উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছে৷ 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিডির সদস্য, মুজাহিদুল ইসলাম,   আশিকুজ্জামান, ফরহাদ হোসেন, আমিরুল, মিরাজ, আব্দুল্লাহ, বাদশা, আহসান, নুরুল্লাহ, বাদশা, গোবিন্দ মুন্ডা, শফিউল্লাহ,পলাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ