জেলা ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেফতার -২


তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃ গত ০৫/১২/২০১৯ খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা হতে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০২ (দুই) জন গ্রেফতার।

গত ৫ ই ডিসেম্বর খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব সেখ কনি মিয়া এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ)/ রাজিউল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদক উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন ফুলতলা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের  বিপরীত পার্শ্বে আলকা সাকিনস্থ জনৈক সিরাজ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামি ১। পার্থ কুন্ডু (২৩), পিতা- মৃত গৌর কুন্ডু, মাতা- সনেকা কুন্ডু, সাং- তাজপুর, থানা- ফুলতলা, জেলা- খুলনাকে ধৃত পূর্বক তার হেফাজত হতে ক) ০১ (এক) টি সাদা স্বচ্ছ পলিপ্যাকে মোড়ানো ১০(দশ) পিচ গোলাপী রংয়ের কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ০১ (এক) টি সবুজ পলিথিনের ভিতর বাশপাতা কাগজে মোড়ানো ১০০(একশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ০৫/১২/২০২০ খ্রিঃ তারিখ রাত ১১:২৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে  জব্দ করেন এবং এসআই (নিঃ)/ ইন্দ্রজিৎ মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ফুলতলা থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন আলকা গ্রামস্থ চৌদ্দমাইল মোড়ে জনৈক হাসান মোড়লের মার্কেটের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে আসামি ১। মোঃ বোরহান শেখ(২৮), পিতা- মোঃ মহিউদ্দিন শেখ, সাং- পয়গ্রাম, থানা- ফুলতলা, জেলা- খুলনাকে ধৃত পূর্বক তার হেফাজত হতে ১। একটি প্লাস্টিকের তৈরি সাদা রংয়ের বাজার করা ব্যাগের মধ্যে ২০ (বিশ) বোতল ভারতীয় তৈরী কথিত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০৫/১২/২০২০ তারিখ রাত্র ১১:৪৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন ।

এই পৃথক ঘটনায় উপরোক্ত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ