বড়লেখায় উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস পালিত



আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন, কর্তৃক আজ মহান বিজয় দিবস-২০২০ সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়।সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাংগনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি। উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, বড়লেখার চেয়ারম্যান জনাব সোয়েব আহমেদ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব হরিদাস পাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ