পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে এস আলম বাড়ি সংলগ্ন সড়কে মুদির দোকান মিজান ষ্টোর দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চুরির ঘটনায় জাপর কাজীর বাড়ির ইসলাম নবী ছেলে কাজী কাজী মোঃ মিজান বাদী হয়ে অজ্ঞাতনামা চুরি দলের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায়, ৩০ নভেম্বর রাত সাড়ে ১০ টার দিকে কাজী মোঃ মিজান প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে পাশে তার ঘ ঘরে ঘুমাতে যায়। পরের দিন ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় দোকান খুলতে এসে মিজান দেখে তার দোকানের চাটারের দরজায় লোহার গ্রিলে লাগানো ৬ টি তালা কাটার দিয়ে কেটে দোকানের ভিতরে সংগোপনে প্রবেশ করে ছুরের দল নগদ ৪৭ হাজার তিনশত টাকা এবং দোকানের তৈল,ছিনি, চা-পাতা দুধ, আডং ঘি, আইসক্রিম বিভিন্ন ব্র্যান্ডের দামি সিগারেট সহ সর্বমোট আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা মালমাল ছুরি করে নিয়ে যায় বলে অভিযোগ সুএে প্রকাশ। এব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।