মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। মাহমুদুল হাসান নামক জনৈক ব্যক্তি এলাকায় অবৈধ উপায়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় অভিযুক্ত কে (নব্বই হাজার)টাকা অর্থদন্ড করেন।
অবৈধ উপায়ে বালু উত্তোলন বিরোধী অভিযান চলবে বলে তিনি জানান।এ সময় সিরাজগঞ্জ আনসার বাহিনীর সদস্যগণ উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন।