উরন চন্ডি ফোঁরন কেটেবাঁজায় নিজের লবঢঙ্কা,তৈলাক্ত দেহের জনদরদঘষিয়া দেয় কাঁচা লঙ্কা!আষাঢ়ে-শ্রবণ ঝরায়ে মাশোকে হয়েছে নেত্র ভারি,ধর্ষিতা নারী ব্যাথায় পাথরপ্রজাতন্ত্রের চাকর আনারি!বৈষম্যের দেয়াল ভেদিয়াএকাত্তরে রক্তিম স্বাধীনতা,বাহাত্তর পুরো গর্ভকালীনতেহাত্তরে পেতাত্মার ভনিতা!চুয়াত্তর গেলো চোরের গল্পেযতো মানুষ মরিলো ভুখায়,অবিবেচকের বিচার হীনতাতস্কর চাটুকা বৈধতা পায়!কাটিয়া খাল নবরূপে শালআদিম কুমিরে ভরিলো দেশ,পঁচাত্তরে শক্তিমান রাজায়খল চরিত্রে সিন করেছে বেশ!অগ্নি অনিল বহিছে শিরায়টগবগিয়ে হয় বিস্ফোরণ,আলালের দুলাল তমাছন্নস্বপ্নের স্বাধীনতা উত্তরণ!আপন কর্মে মূল্য আপনারসত্য সরল, নয় কো ক্ষীণ,অবাধ ক্ষমতায় ধ্বংসিলোরোধনে আছে অর্বাচীন!চেতনার ঘোড়া দৌড়ে চলেমাঁড়িয়ে সু-সভ্য জনপদ,অঘোরে শাওয়ারি পীঠেআলোর গতি নয় কো শল্থ।বেঘোরে চলে পশুত্বের লীলানিত্য বৃত্তের চক্রাকারে,আজাদী জীবন জন্মগতআঘাত করে ঠুনকো অসুরে!অনারম্বর সুশীল তন্ত্রেমাফিয়া লিপ্সায় উৎসুক,স্বদেশ প্রীতে চোখের জলমাছের মায়ের পুত্র শোক!
এই ক্যাটাগরির আরো সংবাদ
- সরাসরি মন্তব্য
- ফেইসবুকে মন্তব্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
