খলনায়ক আবুল খায়ের শিকারী ( কুয়েত প্রবাসি )

উরন চন্ডি ফোঁরন কেটে
বাঁজায় নিজের লবঢঙ্কা,
তৈলাক্ত দেহের জনদরদ
ঘষিয়া দেয় কাঁচা লঙ্কা!

আষাঢ়ে-শ্রবণ ঝরায়ে মা
শোকে হয়েছে নেত্র ভারি,
ধর্ষিতা নারী ব্যাথায় পাথর
প্রজাতন্ত্রের চাকর আনারি!

বৈষম্যের দেয়াল ভেদিয়া
একাত্তরে রক্তিম স্বাধীনতা,
বাহাত্তর পুরো গর্ভকালীন
তেহাত্তরে পেতাত্মার ভনিতা!

চুয়াত্তর গেলো চোরের গল্পে
যতো মানুষ মরিলো ভুখায়,
অবিবেচকের বিচার হীনতা
তস্কর চাটুকা বৈধতা পায়!

কাটিয়া খাল নবরূপে শাল
আদিম কুমিরে ভরিলো দেশ,
পঁচাত্তরে শক্তিমান রাজায়
খল চরিত্রে সিন করেছে বেশ!

অগ্নি অনিল বহিছে শিরায়
টগবগিয়ে হয় বিস্ফোরণ,
আলালের দুলাল তমাছন্ন
স্বপ্নের স্বাধীনতা উত্তরণ!

আপন কর্মে মূল্য আপনার
সত্য সরল, নয় কো ক্ষীণ,
অবাধ ক্ষমতায় ধ্বংসিলো
রোধনে আছে অর্বাচীন!

চেতনার ঘোড়া দৌড়ে চলে
মাঁড়িয়ে সু-সভ্য জনপদ,
অঘোরে শাওয়ারি পীঠে
আলোর গতি নয় কো শল্থ।

বেঘোরে চলে পশুত্বের লীলা
নিত্য বৃত্তের চক্রাকারে,
আজাদী জীবন জন্মগত
আঘাত করে ঠুনকো অসুরে!

অনারম্বর সুশীল তন্ত্রে
মাফিয়া লিপ্সায় উৎসুক,
স্বদেশ প্রীতে চোখের জল
মাছের মায়ের পুত্র শোক!

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ