নাগরপুরে ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর বার্ষিক সভা অনুষ্ঠিত

  
ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:
টাংগাইল জেলা নাগরপুর উপজেলায় প্রানকেন্দ্রে অবস্হিত একটি আর্দশ কল্যানমৃলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান "ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সকল সদস্যদের নিয়ে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।

আজ শুক্রবার,২৫ ডিসেম্বর ২০২০ খ্রি.বেলা ২.০০ টায় বাবনা পাড়া এম সি সি দাখিল মাদ্রাসা শিক্ষক হল রুমে অধ্যাপক মো. রশীদ মিয়া মহাদয়ের সভাপতিত্বে ও মাওলানা মো.মঈন উদ্দীন এর পরিচালনায় মাও.আ.সামাদ সাহেবের কুরআন পাঠের মাধ্যমে বার্ষিক সভার কাজ সামাজিক দুরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

 বার্ষিক সাধারন সভায় উপস্হিত ছিলেন সহকারি অধ্যাপক মো.শামিম আল মামুন সেলিম,সহকারি অধ্যাপক আলহাজ্ব মো.আব্দুস সালাম,ব্যাংকার মো.কবির হোসেন,প্রভাষক মো.শাহিন,হাফেজ মো.আজিম, মো.আনিসুর রহমান,হুমায়ুন কবীর,প্রভাষক ছাইদুর রহমান,মো.মনসুর আলী,আতাউর রহমান,বাহারুল ইসলাম,রহুল আমীন,মো.জব্বার, বাদল মিয়া,আইনুদ্দীন মিয়া,ডা.এম.এ.মান্নান প্রমুখ। 

সাধারন সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সামাজিক উন্নয়নে  অনেক গুরুত্বপৃর্ন সিদ্ধান্ত গৃহীত।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ