ইউনিয়ন বাসীর দাবীতে সাংবাদিক বাশার হলেন চেয়ারম্যান প্রার্থী


আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।। যশোরের মনিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়ন বাসীর একমাত্র চাওয়া পাওয়া ও দাবীর মুখে হাঁসি ফোটাতে, অবশেষে আসন্ন ইউপি নির্বাচনে সাংবাদিক আবুল বাশার নিজেই চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন। জানা যায় মণিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চল তথা  রাজগঞ্জ অঞ্চল, আওয়ামী লীগের প্রধান পৃষ্ঠপোষক ও অধিক জনপ্রিয় নেতা, চাকলাদার সাংবাদিক আবুল বাশার। 

তিনি গত নাশকতার সময়, কঠিন ভুমিকায় রাজগঞ্জকে শান্তমুক্ত রেখেছিলেন। এ এলাকায় বিএনপি জামায়াতের কোন আধিপত্ব বিস্তার করতে দেয়নি। তবে কিছুদিন পুর্বে তার শাররিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকায়, স্থানীয়ভাবে দলীয় নেতৃত্বের অনেকটা দুরে ছিলেন তিনি। সুস্থ হয়ে ফিরে এসে আবারও এলাকার রাজনীতি চাঙ্গা করে। 

দেখা গেছে আ,লীগের দু:দীনে নিজ ব‍্যবসা প্রতিষ্ঠানকে দলীয় অফিস হিসাবে ব‍্যবহার করতে। উপরের নেতা থেকে শুরু করে স্থানীয় নেতারা সেখানে উঠাবসা করছে। দলীয় প্রগ্রাম সফল করতে সেখানে বসে পরিকল্পনা করতো স্থানীয় নেতারা। ফলে সকল কাজের মাথায় থেকে সুষ্ঠভাবে সকল দলীয় প্রগ্রাম  সফল করতেন তিনি। যার কারনে ধারনা করা হচ্ছে এ ইউনিয়ন থেকে দলীয় ভাবে মনোনয়ন সেই পেতে পারে।  


তিনি আশাবাদী কর্ম দক্ষতা ও দলীয় কাজের হিসাব নিকাশে উপরের নেতাদের সব থেকে কাছের ব‍্যক্তি হলেন তিনি। তাই নেতারা তাকেই দলীয় মনোনয়ন দিবেন বলে তিনি শতভাগ আশাবাদী। দলীয় মনোনয়ন পেয়ে ৯নং ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়ে মাঠে নামলেই চেয়ারম‍্যান নির্বাচিত হবেন। 


উল্লেখ‍্য চেয়ারম্যান প্রার্থী  আবুল বাশার  ইতিপূর্বে দলীয়ভাবে সমর্থন পেয়ে, নির্বাচন করে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বারবার সভাপতি হয়েছিলেন । সভাপতি থাকাকালীন বিদ্যালয়ের লেখাপড়ার মান খুবই উন্নত করেছিলেন। এছাড়া  তিনি রাজগঞ্জ বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থেকে, দীর্ঘ ৩৭ বছর ধরে দক্ষতার সততা ও নিষ্ঠার সাথে বাজার পরিচালনা করে এসেছেন। তিনি বাজারের মেইন পয়েন্টের  একজন বিশিষ্ট নামকারী ব্যাবসায়ী। 


এই প্রার্থীর বিষয়ে সাধারন মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা ঝাঁপা ইউনিয়নে আবুল বাশারকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে দেখতে চাই। এটাই তাদের একমাত্র চাওয়া পাওয়া। আর  জনগণের সেই চাওয়ার প্রত্যাশা পূরণ করতে অবশেষে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন আবুল বাশার। এদিকে আবুল বাশার চেয়ারম‍্যান প্রার্থী এমন সংবাদে ইউনিয়নের অনেকেই আনন্দ উৎফুল্ল করছে। এদিকে চেয়ারম্যান প্রার্থীর ঘনিষ্ঠদের মাধ‍্যমে প্রার্থী হওয়ার সংবাদ পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন ইউনিয়নের গরীব অসহায় ও সাধারণ ভোটাররা। 


অনেকেই প্রার্থী আবুল বাসারের মুঠো ফোনে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকবেন বলে জানিয়েছে। চেয়ারম্যান প্রার্থী আবুল বাশারের নিকট জানতে চাইলে তিনি জানান, সাধারণ জনগনের দাবীটা পুরন করতে আমি চেষ্টা করছি। সে কারণে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমার রাজনৈতিক দল আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ করে দিবে। তাহলে ইউনিয়ন বাসীর চাওয়াটা পুরন হবে বলে আমি মনে করছি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ