কুলাউড়া প্রতিনিধিঃকুলাউড়া শহরের বৃহৎ সংগঠন ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে সমন জারীর একদিন পর দায়িত্বগ্রহণসহ যাবতীয় কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সিনিয়র সহকারী জজ আদালত।২৯ নভেম্বর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানসহ কমিটির বাকি ৬ সদস্যদের বিরুদ্ধে সমনজারি করেন আদালত।
এদিকে ০১ ডিসেম্বর জহির খাঁন ডলারের ২৯ নভেম্বরের মামলা (নং ৯১/২০২০) কার্য্যবিধি আইনের ৩৯ নং আদেশের ১ নং রুলের প্রেক্ষিতে কারণ দর্শানোর সমন প্রাপ্ত হওয়ায় ক্রুটিপূর্ণ ভোটার তালিকা মূলে অস্থায়ী নির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ করিতে না পারেন এবং শপথের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে না পারেন এব্যাপারে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণসহ যাবতীয় কার্যক্রম পরবর্তী তারিখ অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সিনিয়র সহকারী জজ আদালত।
এ ব্যাপারে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমান জানান, সমন ও স্থিতাবস্থার পৃথক নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করেন। আইনী প্রক্রিয়ায় আদালতের নোটিশের জবাব দেবেন বলে জানান।