ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ খ্রি. বাংলাদেশ আওয়ামী লীগ, নাগরপুর উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের আয়োজন পৃথক পৃথক ভাবে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা আ.লীগের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মহিলা সামিনা বেগম,সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন প্রমুখ