কুলাউড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল

মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃআসন্ন কুলাউড়া পৌরসভার নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন ২০ ডিসেম্বর রবিবার মেয়র পদে ৪ জন ও কাউন্সিলার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে।

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. আহসান ইকবাল জানান, রবিবার উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এর কাছে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে মেয়র পদে বর্তমান মেয়র শফি আলম ইউনুছ (স্বতন্ত্র), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিপার উদ্দিন আহমদ (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ (ধানের শীষ) ও শাজান মিয়া (স্বতন্ত্র) সহ ৪ জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া কাউন্সিলার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে।

কাউন্সিলার পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর লোকমান আলী, ইউনুছ মিয়া, নেছার আহমদ, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. কায়ছার আরিফ, আব্দুল কুদ্দুস, আশরাফ উদ্দিন সাবু, ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, কামাল আহমদ, মোস্তফা সালেহ আহমদ, ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তানভীর আহমদ শাওন, সাইদুর রহমান চৌধুরী, সুজিত দেব, সাইফুর রহমান, শামীম আহমদ, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শামছুল ইসলাম, সাইফুর রশীদ সুমন, ইমন আহমদ রইছ, হারুন অর রশীদ মিঞা, জহির খান, মো. মুরাদ আহমদ, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাসেল আহমদ চৌধুরী, মো. জহিরুল ইসলাম খান, বেলায়েত হোসেন লাভলু, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হারুনুর রশীদ, আব্দুল মতলিব খোকন, বখশ মান্না, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, আতাউর রহমান চৌধুরী সোহেল, আব্দুল গফুর, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, মো. মাসুক মিয়া, মো. ইশ্রাব আলী, ফয়জুর রহমান চৌধুরী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাবেয়া বেগম, সুফিয়া বেগম চৌধুরী, লিপা চৌধুরী, শিউলী বৈদ্য, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আনোয়ারা বেগম, তাসলিমা সুলতানা, হাওয়ারুন নেছা, রেহেনা পারভীন, রাজিয়া সুলতানা চৌধুরী, হুনুফা আক্তার, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দিলারা বেগম, শিল্পী আক্তার, নার্গিস আক্তার, শেখ সামিনা বেগম, মোছা. সুলতানা বেগম, সুমাইয়া রহমান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ