মাসুদ রানা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটি সিরাজগঞ্জ জেলার আয়ােজনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস'র সভাপতিত্বে এবং জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেড ক্রিসেন্টের সোসাইটি সেক্রেটারী আলহাজ্ব এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান'র সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি ও ম্যানেজিং বোর্ড মেম্বার , আইএফআরসি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন , সিরাজগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল খান প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, রেড ক্রিসেন্টে সোসাইটির আজীবন সদস্য ও জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার , ইউনিটের কার্য নির্বাহী পরিষদের সদস্য দানিউল হক মোল্লা,পৌর প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন , আজীবন সদস্য আসাদ উদ্দিন পবলু, ডাঃ মোঃ জাহিদুল ইসলাম হিরা, সাবেক অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় দিনরাত কাজ করে যাচ্ছে। যেকোনাে প্রকার দুর্যোগকালীন সময়ে রেডক্রিসেন্ট মানুষের পাশে গিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়।নিজ পরিবারের মতাে মনে করে তাদের সকল সুখ দুঃখ রেড ক্রিসেন্টের সদস্যরা নিজের করে নেয়। বিশেষ করে সিরাজগঞ্জে বন্যা, ঘূর্ণিঝড়, ও নানারকম প্রাকৃতিক বিপর্যয় রেডক্রিসেন্ট নিজের প্রাণ বিপন্ন করে সাধারণ মানুষের সেবায় সর্বদা নিয়ােজিত ছিল। সিরাজগঞ্জে রেডক্রিসেন্ট ঐক্যবদ্ধ হয়ে কাজ করে অনেক সুনাম অর্জন করেছে বিভিন্ন জায়গায় ।
দ্বিতীয় অধিবেশনে কার্য নির্বাহী পরিষদের ২০২১-২০২৩ সাল মেয়াদি নর্ব নিবার্চিত কমিটি ঘোষনা করা হয়। এতে আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল খানকে ভাইস চেয়ারম্যান ও আলহাজ্ব এ্যাডঃ কে এম হোসেন আলী হাসানকে সিরাজগঞ্জ ইউনিটের রেড সোসাইটি সেক্রেটারী করা হয়। অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না,আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, মোছাঃ আশানুর বিশ্বাস , দানিউল হক মোল্লা,মোঃ ফিরোজ তালুকদার কার্য নির্বাহী সদস্য হিসেবে ঘোষণা করা হয়। এ সময় আব্দুস সবুর মোল্লা পর্যবেক্ষণ ও উপপরিচালক জাতীয় সদর দপ্তর সহ ৯ টি উপজেলা থেকে আসা রেড ক্রিসেন্টের সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্য ,যুব রেড ক্রিসেন্টে নেতৃ বৃন্দরা উপস্থিত ছিলেন।