![]() |
| পটিয়ায় ডিএনসি'র হাতে ২,৪০০ পিস ইয়াবাসহ আটক- ১ |
সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ-পটিয়া'য় ২৪০০ পিসইয়াবাসহ একজন'কে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা।গত ২০/১২/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ২,৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা সহ টেকনাফ এলাকার একজন অভিযুক্তকে গ্রেফতার করে।
আসামী- শামসুল আলম (৩৫), পিতা- মৃত মোহাম্মদ শরীফ, মাতা- রংবাহার, সাং- জাদিমুড়া, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নং-২৭, শেড নং-বি-৫, সাইড মাঝিঃ জাফর, হেড মাঝিঃ কালাম, থানাঃ টেকনাফ, জেলা- কক্সবাজার কে চট্টগ্রাম অভিমুখে পাচারকালে ২৪০০ পিস ইয়াবা পিল সহ চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন খরনা রাস্তার মাথা'য় চট্ট মেট্রো-ব-১১-০১৭০ নং জাবালে রহমত নামীয় বাস থেকে আটক করা হয়। সে ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে জানায়।গতকাল রবিবার বিকাল আটক ইয়াবা ব্যাবসায়িকে আদালত এর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
