সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাবের ২য় শাখার উদ্বোধন

মাসুদ রানা সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাবের ২য় শাখার উদ্বোধন করা হয়েছে । গতকাল শুক্রবার  বিকালে শহরের  চেম্বার  অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি  এর ৪র্থ তলায় ক্লাবের ২য়  শাখার কেক কেটে  উদ্বোধন  করেন   প্রধান  অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)চৌ: মো: গোলাম রাব্বী।তায়কোয়ানডো ক্লাবের  সভাপতি  বীর মুক্তিযোদ্ধা  মির্জা ফারুক  আহমেদ এর সভাপতিত্বে বিশেষ  অতিথির বক্তব্যে  রাখেন ,শহীদ মুনসর আলী মেডিকেল  কনসালট্যান্ট সার্জারী  ডাঃ কে  এইচ মুরাদ,সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাবের সাধারণ  সম্পাদক  ও  প্রধান  প্রশিক্ষক  বাবুল হোসেন , এনডিপির প্রতিনিধি  নুরুন্নাহার চৌধুরী প্রমূখ। বক্তরা বলেন, তায়কোয়ানডাে কেবল আত্মার অভিনব উন্নত শক্তিকৌশল নয় বরং তায়কোয়ানডাে চর্চার মাধ্যমে একজন প্রশিক্ষণার্থী নানাভাবে উপকৃত হতে পারে। এটি এমন একটি উন্নত কৌশল, যেখানে দেহের গতিকে শক্তিতে রূপান্তরের মাধ্যমে কার্যকর করা হয় এবং সমগ্র দেহ কাজ করে একটি অস্ত্রের মতাে। তায়কোয়ানডাে মানসিক গুণাবলী বিকাশে সহায়তা করে। তায়কোয়ানডাে চর্চা শরীরকে সুস্থ, সবল ও কর্মঠ করে দেহের পেশীকে শক্তিশালী ও মজবুত করে গড়ে তােলে এবং শরীরের রক্ত সঞ্চালনে সহায়তা করে।তাই সকল ছেলে মেয়েদের আত্নরক্ষাতে  তায়কোয়ানডো প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরী ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে  তায়কোয়ানডো ক্লাবের সহ সভাপতি  শফী ইমাম,

সহ ক্লাবের সকল কর্মকর্তা  ও শিক্ষার্থীরা উপস্থিত  ছিলেন ।  অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ইমরুল হাসান  বাদল।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ