![]() |
| বোয়ালখালী প্রেসক্লাব এর উদ্যােগে ফাতেহা ইয়াজদাহুম পালন |
সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ-বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহুম পালিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে বোয়ালখালী প্রেস ক্লাব মিলনায়তনে
এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান বক্তা ছিলেন পূর্ব কালুরঘাট রিজেন্ট জামে মসজিদের খতিব ও ছিপাতলী মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি মাওলানা মুহাম্মদ তোহা হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালখালী নিউজ২৪ ডট কম সম্পাদক আবুল ফজল বাবুল, আলোকিত বোয়ালখালীর পরিচালক আল সিরাজ ভান্ডারী, সাপ্তাহিক বাণিজ্যিক রাজধানী সম্পাদক আলমগীর চৌধুরী রানা।এতে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ বোয়ালখালী প্রতিনিধি রাজু দে, দৈনিক বণিকবার্তা বোয়ালখালী প্রতিনিধি পূজন সেন, দৈনিক সংবাদ বোয়ালখালী প্রতিনিধি দেবাশীষ বড়ুয়া রাজু, দৈনিক জনকণ্ঠ বোয়ালখালী প্রতিনিধি মুহাম্মদ মহিউদ্দীন, ব্যবসায়ী মো. ওসমান প্রমুখ। মিলাদ-কেয়াম করেন বোয়ালখালী ইনকিলাব প্রতিনিধি এমএস এমরান কাদেরী।
