![]() |
| মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু |
আবু নাঈম কাজী,(স্টাফ রিপোর্টর) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল- লাঙ্গলবাধ ওয়াবদা সড়কের মাটিকাটা - গোয়ালবাড়ি নামক স্থানে আজ শনিবার বিকাল তিনটায় ইট বোঝায় মেসার্স এইচ এস বি এন্টারপ্রাইজ মাগুরা নামে একটি ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে ।মাগুরার রামনগর এলাকা থেকে ইট বোঝাই করে লাঙ্গলবাধের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থলে ট্রাকটি রেখে ড্রাইভার পালিয়ে যায় ।নাজমুল শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের আবুল কালাম আজাদ এর পুত্র ।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের এসআই প্রসেনজিৎ বলেন , আমরা ট্রাকটিকে আটক করেছি । হাল রিপোর্ট সংগ্রহ চলছে । লাশের স্বজনরা এখনো আসেনি । থানার ওসি স্যারের নির্দেশ অনুযায়ী কাজ করব ।
