মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃকুলাউড়া উপজেলার ৭নং কুলাউড়া সদর ইউনিয়নের ১নং ২নং ৩নং ও ৭নং আংশিক ওয়ার্ডের বাগাজুড়া মসজিদের পাশ থেকে নিয়ে জনতা বাজার টু চৌধুরীবাজার রাস্তার মধ্যে পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা এই রাস্তা দিয়ে মিনার মহল করেরগ্রাম হরিপুর বাগাজুড়ার প্রায় ২ হাজার মানুষের যাতায়াত করেন।
বর্ষাকালে বৃষ্টি হলে এক হাঁটু কাদা জমে থাকে এই রাস্তায় তখন যানবাহন দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে।
আশপাশের সব রাস্তা পাকা হলেও এ রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। নির্বাচন এলে রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর পাকা করার উদ্যোগ নেয়া হয় না।
এ রাস্তা ব্যবহার করে এলাকার ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা যায়। এ রাস্তাটিই এ এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টের সীমা থাকে না।
মিনারমহল-হরিপুর করেরগ্রাম আংশিক এই তিন গ্রামের সবচেয়ে বড় বাজার জনতা বাজার লোকজনকে এই রাস্তা অতিক্রম করে বাজারে যেথে হয়।এ রাস্তায় চলাচলের বাধা একটাই- এর বেহাল দশা রাস্তাটি পাকা হলে এই এলাকার কয়েক হাজার মানুষের কষ্ট দূর হবে।
পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের এবং এই অঞ্চলের মানুষের দিকে থাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।