জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নাম কেন্দ্রে পাঠানোর লক্ষে চূড়ান্ত

স্টাফ রিপোর্টারঃ  যশোর  পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় যশোর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নাম কেন্দ্রে পাঠানোর লক্ষে চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার। শহর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহামুদ হাসান বিপুর সঞ্চলনায় পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ পৌরসভার ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এ সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে জেলা যুবলীগের সাধারণ  সম্পাদক ও পৌরসভার বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নাম চূড়ান্ত করা হয়।

শহর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এসএম ইউসুপ সাইদ এ তথ্য জানিয়েছেন।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর যশোর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জহিরুল ইসলাম চাকলাদার পৌর পিতা নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি যশোর শহরকে ঢেলে সাজিয়েছেন। সড়ক,বাতি, ড্রেনেজসহ বিভিন্ন পর্যায়ে তিনি উন্নয়নের ছোঁয়া দিয়েছেন। হামিদপুর ময়লাখানাকে আধুনিকতায় এনেছেন। তাই এ উন্নয়নের কারিগরকে আবারো নির্বাচিত করতে দলের নেতাকর্মীরা একাট্টা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় তার নাম এককভাবে চূড়ান্ত করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ