ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহ্বায়ক কমিটি ঘোষনা করেছে জেলা মৎস্যজীবি দল।
গত ৩ ডিসেম্বর, ২০২০ খ্রি. বৃহস্পতিবার বিকালে জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহ্বায়ক এ্যাড মো. জামাল উদ্দিন ও সদস্য সচিব মো. মোস্তফা কামাল এর সাক্ষরিত মো.ঠান্ডু বেপাড়ী কে আহবায়ক ও মো.জুলমত বেপাড়ী কে সদস্য সচিব করে মোট ৫৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন।
কমিটি অনুমোদন ও ঘোষনা কালে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবু রায়হান খন্দকার লিটন, যুগ্ন আহ্বায়ক আক্কাছ আলী।
জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহ্বায়ক এ্যাড মো. জামাল উদ্দিন ও সদস্য সচিব মো. মোস্তফা কামাল বলেন, তিন মাসের জন্য আহবায়ক কমিটি দেওয়া হলো। এ কমিটির মাধ্যমে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন কমিটি করে সম্মেলনের মধ্য দিয়ে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের পূর্নাংঙ্গ কমিটি গঠণ করা হবে।
নতুন কমিটির আহ্বায়ক মো. ঠান্ডু ব্যাপারী ও সদস্য সচিব জলমত ব্যাপারী বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক সফল পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর নেতৃত্বে কমিটি আরো শক্তিশালী হয়ে কাজ করবে। আমরা শহীদ জিয়ার আদর্শ নিয়ে দীর্ঘদিন ধরে দলের কাজ করে আসছি এবং ভবিষ্যতেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে এ কমিটি মাঠে থাকবে।