![]() |
কুলাউড়া সোস্যাল কেয়ার অব নেশনের উন্মুক্ত সেমিনার |
মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃকুলাউড়া উপজেলার অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের আয়োজনে পৌর শহরের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় বিসিএস ও অন্যান্য চাকরি পরিক্ষায় সাফল্য পাওয়ার আশায় উপায় সমূহ জানানোর উদ্দেশ্যে চাকরি প্রত্যাশিদের নিয়ে একটি ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত সেমিনার আয়োজন করে।
উক্ত ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত সেমিনারে আলোচনা করেন কুলাউড়ার দুই কৃতি সন্তান
৩৮ তম বিসিএস (স্বাস্থ্য-সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম - ২৯ ডা. শিবনাথ ভট্টাচার্য এবং ৩৮ তম বিসিএস শিক্ষা (ইংরেজি) সুপারিশপ্রাপ্ত
মেধাক্রম - ০২ মোঃ মুহিবুর রহমান।
সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য সোহেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অাব্দুল মতিন,সংগঠনের উপদেষ্টা ডাঃ হেমন্ত চন্দ্র পাল, পরিচালনা পর্ষদের সদস্য মোহাইমিন ইসলাম মাহিন।
সেমিনারের আলোচনা পর্ব শেষে আলোচকদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, এসময় উপস্তিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য জামিল আহমদ চৌধুরী, খায়রুল কবির জাফর, সিনিয়র সদস্য আবু রুম্মান চৌধুরী, ছায়েম আহমেদ, ভাস্কর দে, আশিকুল ইসলাম বাবু,মেহেদি হাসান।
সাধারণ সম্পাদক মোক্তার অাহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদ খান শাওন,সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান তানজুল,সহ-সাংগঠনিক সম্পাদক অলক চন্দ,প্রচার সম্পাদক সুমন অাহমেদ,অাপ্যায়ন সম্পাদক সাইদুর রহমান সাইদ।
সদস্য উপস্থিত ছিলেন -মোঃজাহিদ হাসান শিবলু,সৈয়দ অাবির হোসেন,ইমরান হোসাইন অলিদ,মোঃমাছুম বিল্লাহ,মোঃজায়েদ অাহমদ,সাব্বির অাহমদ আজহার মুনিম শাফিন, সাইদুর রহমান সাইদ প্রমুখ।