![]() |
| টাংগাইলে দৈনিক কপোতাক্ষ নিউজের সম্পাদক মো.মহসীন আলীর শুভ জম্মদিন উদযাপন |
নিউজ ডেস্ক: টাংগাইল জেলা,টাংগাইল সদর ও নাগরপুর উপজেলা প্রতিনিধির যৌথ উদ্যোগে জনপ্রিয় অনলাইন পোর্টাল"দৈনিক কপোতাক্ষ নিউজ এর সফল সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নেতা প্রভাষক মো.মহসীন আলীর শুভ জম্মদিনে তার সফলতা ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার,১২ ডিসেম্বর ২০২০ খ্রি.মাগরিব বাদ জেলা প্রতিনিধি ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে ও নাগরপুর উপজেলা প্রতিনিধি মো.সজিব হুসাইন হাসানের পরিচালনায় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে জ্বনাব প্রভাষক মো.মহসীন আলীর শুভ জম্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিল পরিচালনা করেন টাংগাইলের বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ হযরত মাও.মো.শামছুল হক জিহাদী সাহেব।
দোয়া মাহফিলে আরও উপস্হিত ছিলেন,টাংগাইল সদর উপজেলা প্রতিনিধি ইন্জি.মো.তারিকুল ইসলাম,হাফেজ মাসুম বিল্লাহ,স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.ফাহাদ,সাবেক ছাত্র নেতা মো.মাইনুল প্রমুখ।
শুভেচ্ছা বার্তায় টাংগাইল জেলা প্রতিনিধি জ্বনাব এম.এ.মান্নান বলেন,কপোতাক্ষ সম্পাদক প্রভাষক মো.মহসীন আলী স্যার একজন বিশিষ্ট শিক্ষাবিদ,সাংবাদিক ও সমাজসেবক। তার শুভ জম্মদিনে টাংগাইল জেলার সকল পাঠক,শুভাকাঙ্ক্ষী ও প্রতিনিধিদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। জ্বনাব মহসীন স্যারকে যেন মহান আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন,আমীন।
সাংবাদিক ডা.এম.এ.মান্নান আরও বলেন, আমার সাংবাদিকতা জীবন প্রায় দশ বছর চলছে যতগুলো সম্পাদক পেয়েছি তার মধ্যে সম্পাদক মহসীন আমার কাছে সবার সেরা ও অন্যতম কারন তিনি অনেক নরম প্রকৃতি মানুষ এবং আর্দশ শিক্ষক তিনি তার সহকর্মীদের অামার জানামতে কখনো খারাপ ব্যবহার ও উচ্চ শব্দে কথা বলেন নি। পরিশেষে বলতে চাই দৈনিক কপোতাক্ষ নিউজ যেন জাতীয় পর্যায়ে রোল মডেল ও সততা গণমাধ্যম পত্রিকা হিসাবে পরিচিতি লাভ করেন সেই ভাবে আমাদের সকলের কাজ করতে হবে।
