স্মৃতির মুকুরে



আবুল খায়ের শিকারী
দেবদারু নেই কো সেথায়
শুকনো বকুল হৃদয় লুটে,
ভাব দিয়ে ভাবের লেনাদেনা
অভাবুকের বাসনা টুটে।

কালের হাতে বন্দি জীবন
হয় না কোন ফন্দি ফিকির,
আজগুবি কথার কী ভেদ
চৈতালী গীতে বধির!

অষ্টরম্ভায় বিন্দাস হয়ে
কৈলাশ সাজায়েছে আজ,
স্মৃতির মুকুরে মাধবী লতা
আঁকে লক্ষ্মীর কারুকাজ!

জরাগ্রস্থ লোহিত প্রাণ
চিন্তার জগত করছে ফিকে,
অসার ভাবনার হয়েছে ইতি
তাই তো, সুন্দর রয়েছে টিকে।

বায়ুসখা হৃদয় দুয়ারে
সোনা গোধূলি যায় পাটে,
কল্পনায় দক্ষিণা বাতায়ন
আপন সুখে কাল কাটে!

বাঁশ বাগানে নির্মল হাওয়া
শীতল করে তাপিত তন,
নিক্কন ধ্বণি পাতায় পাতায়
নিরেট প্রেম গড়ে মহাজন!

তপবন গেছে সংখ্য নীলে
কামনার দ্রোহে হয় প্লাবন,
স্বপ্ন সারথি ভাসিয়ে নীরে
দগ্ধ তনুর বিদ্রোহী জীবন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ