বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম আর নেই,বিভিন্ন মহলের শোক

সেলিম  চৌধুরী,  স্টাফ  রিপোর্টারঃ-পটিয়ায় বিএনপির প্রবীণ নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ রহিম আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না…..রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ৩ ডিসেম্বর 

বৃহস্পতিবার দুপুরে ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি পটিয়ার আশিয়া নাছিমা বেগম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী, পটিয়ার সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার সভাপতি সাবেক মেয়র শামসুল আলম মাস্টার , পটিয়া  উপজেলার সাবেক  চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ  ইদ্রিস মিয়া, পটিয়া উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোতারুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খাঁন, চট্টগ্রাম – ১২ (পটিয়া) সংসসদীয় এলাকার বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি'র সদস্য এনামুল হক এনাম, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, পটিয়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি নুরুল আমিন এম এস সি, পটিিয়া উপজেলা জাতীয় পার্টি সভাপতি রফিক আহমদ চেয়ারম্যান,  


জাপার নেতা কাজী খোরশেদ আলম, নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার জাপার সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বিএনপি সদস্য বদরুল খায়ের চৌধুরী, খোরশেদ আলম, মফজল আহম্মদ চৌধুরী, পটিয়া  পৌরসভার সাবেক মেয়র  নুরুল ইসলাম সওদাগর, তৌহিদুল আলম, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম চেয়ারম্যান, পটিয়া বিএনপি নেতা সম্পাদক মোজাম্মেল হক, রেজাউল করিম নেছার, এ কে এম জসীম উদ্দীন, সাইফুদ্দীন আহমদ সাইফু, মনির আহমদ সেলিম, কবিয়াল আবু ইউসুফ, গাজী আবু তাহের, আবুল ফয়েজ, খলিলুর রহমান বাবু নাসির চেয়ারম্যান খলিলুর রহমান বাবু, চেয়ারম্যান আজমল হোসেন জামাল, দক্ষিণ  জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরী, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল কাদের জুলু, পৌর বিএনপি নেতা হাজী নজরুল ইসলাম, চেয়ারম্যান আবু তালেব, চেয়ারম্যান ছৈয়দ নাছির উদ্দীন, চেয়ারম্যান মাহবুবুল আলম, মোজাম্মেল হক, শরীফ উদ্দীন চৌধুরী, নুরুল হক মেম্বার, বখতেয়ার উদ্দীন, যুবদল নেতা আবদুল মন্নান তালুকদার, মোকাম্মেল হক তালুকদার, আবুল হোসেন বাবুল, হামিদুর রহমান পিয়ারু, ইয়াসির আরাফাত, অহিদুল আলম চৌধুরী পিবলু, সাজ্জাদ হাসান। এদিকে মির্জা ফখরুলের শোক: এদিকে এম এ রহিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবর্তায় তিনি প্রবীণ এ নেতার মৃত্যুতে দলের অপুরণীয় ক্ষতি হয়েছে বলে জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ