রাজশাহী ব্যুরোঃনওগাঁর আত্রাইয়ে আজ মঙ্গল বার সকাল ১২ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷
ইফার আত্রাই উপজেলার সকল শিক্ষকদের নিয়ে করোনার কারনে দীর্ঘ ১১ মাস পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মাসিক সমন্বয় সভা আলোচনা হয়৷
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।
সভাপতিত্ত করেন আত্রাই উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ হযরত আলী৷
বিশেষ অতিথি হিসেবে
ছিলেন জেলা ইসলামিক ফাউণ্ডেশন এর মাস্টারটেইনার আলহাজ্ব মাওঃ মোঃ মাছুম বিল্লাহ ও এমসি মোঃ আবুল হোসেন, জিসি মাওঃমোঃ আঃরাজ্জাক,রেজাউল ইসলাম, আঃ জলিল, শিক্ষক হাঃ মোঃফিরোজ হোসেন, মোঃ হাই আল হাূদি,
উক্ত মাসিক সমন্বয় সভায়
প্রথম অতিথি বলেন
আমরা আল্লাহর হুকুম মেনে চলবো৷ হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে আমরা সবাই অংশ নিবো, সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে আত্রাই উপজেলার ঈমাম ও ইফার শিক্ষকদের কে বলা হয়। অনুষ্ঠানটি দোয়ার মাধমে সমাপ্ত করা হয় এবং দেশবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।