ভূঞাপুরে মহান বিজয় দিবস উদযাপন

ভূঞাপুরে মহান বিজয় দিবস উদযাপন

ডা.এম.এ.মান্নান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ভূঞাপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে নব-নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। পরে জাতীয় পতাকা উত্তোলন, সংগীত পরিবেশন ও বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পন করা হয়।


এতে অংশ নেয় টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এডভোকেট, নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, কৃষি অফিসার আল মামুন রাসেল, ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রহমান, সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা এম.এ আব্দুল মজিদ মিঞা প্রমুখ।


এছাড়াও ভূঞাপুর প্রেসক্লাব, উপজেলা প্রশাসনের ভিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা'র) নেতাকর্মীরা বিজয় দিবস উপলক্ষে পৃথকভাবে শোভাযাত্রা বের করে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ