দৌলতপুরের মথুরাপুরের ইউপি ওয়ার্ড উপনির্বাচনে তাহাজ উদ্দীনের জয়

কুষ্টিয়া জেলা প্রতিনিধি // 

এম,ডি,আল আসিবুজ্জামান চঞ্চল 

কুষ্টিয়া দৌলতপুরে ২ নং খাস মথুরাপুর  ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯ ঘটিকায় শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে ৩ জন  প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১. তাহাজ উদ্দীন - ফুটবল ২.  সজিবুর রহমান -আপেল, ও ৩. হাসানুল হক - টিউবওয়েল প্রতীক নিয়ে অংশ গ্রহণ করেন সকাল ৯ টা থেকে শান্তিপুর্ণ ও কঠোর নিরাপত্তার মাধ্যমে   অনুষ্ঠিত হয় এই নির্বাচন। বিকেল ৫ টায় ভোট গ্রহণ শেষ হয়। 

৫ টা ১০মিনিট থেকে ৫ টা ৫০ মিনিট পর্যন্ত ভোট গণনা  শেষে তাহাজ উদ্দীন ফুটবল প্রতীক  নিয়ে ৯৮৮ ভোট সজিবুর রহমান  আপেল প্রতীক নিয়ে ৬১৩ ভোট ও হাসানুল হক টিউবওয়েল প্রতীক নিয়ে ৫১৪ ভোট পাই। ৯৮৮ ভোট নিয়ে বিজয়ী ঘোষণা করা হয় তাহাজ উদ্দীনকে। এদিকে এলাকা বাসী ও স্থানীয় মহল  খুশি সুষ্ঠ, সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শেষ হওয়ায়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ