মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃকুলাউড়া উপজেলার বড়মচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে খোরশেদ আহমদ খান সুইট চশমা প্রতীকে ৩ হাজার ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল মোক্তাদির মুক্তার পেয়েছেন ৩ হাজার ২৪০ ভোট। স্বতন্ত্র প্রার্থী খায়রুল আমিন চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৮ ভোট। আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীকের অধ্যাপক সিএম জয়নাল আবেদীন পেয়েছেন ৯৬৬ ভোট।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে কুলাউড়া উপজেলা কন্ট্রোল রুমে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী এবং ওসি বিনয় ভূষণ রায় এর উপস্থিতিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান (৭৮) গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন উক্ত পদ শূন্য ঘোষণা করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
