ফারজিনা বেগম বাঁচতে চায়

 


মোঃ লাতিফুল আজম,নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব পাটোয়ারী পাড়া গ্রামের ফারজিনা বেগম (৪০)  বাঁচতে চায়। তার খাদ্যনালী ব্লক হয়ে গেছে। খুবই জরুরী ভিত্তিতে তার অপারেশন করতে ৫০ হাজার টাকা প্রয়োজন।তিনি রংপুর মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ফারজিনা বেগম মানুষের বাড়িতে ঝি' র কাজ করেন এবং তার স্বামী এসরাউল হক দিনমজুরের কাজ করে, কোনমতে জীবিকা নির্বাহ করে আসতেছে। তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এবং তার দুই ছেলে পড়াশোনার পাশাপাশি দিনমজুরের কাজ করে। তার এক ছেলে কিশোরগঞ্জ বিএম কলেজের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে এবং ছোট ছেলে তারাগঞ্জ ডিগ্রী কলেজের প্রথম বর্ষে পড়াশুনা করে। ফারজিনা বেগম ও তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার করা সম্ভব হচ্ছে না। তাই তিনি চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। কারো সাড়া না পেয়ে ভেঙ্গে পরেছে তার পরিবার।


চিকিৎসক জানিয়েছেন, খুব তারাতাড়ি তার অপারেশন করতে হবে।এই সময়ে তার পরিবারের কাছে অপারেশন করার মত অর্থ নেই।

দুষ্কর হয়ে পরেছে তার পরিবার।

তাই জীবন রক্ষার্থে আপনাদের মাঝেই হাজির হয়েছে।আপনাদের কিছু অর্থ বাচাঁতে পারে তার জীবন।এখন অর্থ সংকটে তার পরিবারকে চিকিৎস্যার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানবিকতার দৃষ্টিতে এবং আমাদের একজন মা/বোন হিসেবে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। আমরা সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো ফারজিনা বেগমের জীবন বেঁচে যেতে পারে।

সাহায্য পাঠানোর ঠিকানা:

রকেট একাউন্টঃ০১৭৮৪৯৯৩৭২৭৬

নগদ একাউন্টঃ০১৩১৭১১২০০২

বিকাশ একাউন্টঃ০১৩১৭১১২০০২


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ